Friday, June 9, 2023
Homeকলকাতাআর্থিক প্রতারণার অভিযোগে নিউ আলিপুরের গ্রেফতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী

আর্থিক প্রতারণার অভিযোগে নিউ আলিপুরের গ্রেফতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী

আর্থিক প্রতারণার অভিযোগে নিউ আলিপুরের গ্রেফতার প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী। হরিদেবপুর থানার পুলিশ রবিবার সকালেই প্রশান্ত গুপ্ত নামে ওই ব্যবসায়ীকে নিউ আলিপুর থেকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, নিউ আলিপুরের এক নামী ফুডে চেনের মালিক ধৃত প্রশান্ত গুপ্ত। তিনি বছর কয়েক আগে আরেক ব্যবসায়ীর কাছ থেকে ৭০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন অভিযুক্ত। দীর্ঘদিন ধরে সেই টাকা তিনি ফেরত দেননি বলে অভিযোগ। সেই টাকা এতদিনে সুদে-আসলে কোটি ছুঁয়েছে। প্রশান্ত গুপ্তর বিরুদ্ধে অভিযোগ, ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার বদলে তিনি নথি জাল করেন। এরপর তিনি টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করতে থাকেন। বেশ কয়েকবার তাঁকে সতর্ক করার পর ঋণদাতা ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হরিদেবপুর থানার পুলিশ এদিন সকালেই প্রশান্ত গুপ্তকে নিউ আলিপুর থেকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments