আর কতদিন? এই নিয়ে যখন জোর চর্চা, তখন মহম্মদ শামি জানিয়ে দিলেন তিনি সম্পূর্ণ ব্যথামুক্ত। ফিরতে চান মাঠে। খেলতে চান রঞ্জি।কিছুদিন আগেই রোহিত জানিয়েছিলেন, সম্পূর্ণ ব্যথা না কমলে শামিকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে না। এরপরই নেটে বোলিং করে শামি জানিয়ে দিলেন ‘বল করার সময় বুঝতে পেরেছি, আমি ১০০ শতাংশ ব্যথামুক্ত ও ফিট।’ তাঁকে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে দেখা যাবে কিনা তা সময়ই বলবে। নিজে চেষ্টার কসুর করছেন না। নিজেই বলেছেন, ম্যাচ ফিট হতে বাংলার হয়ে কয়েকটি রঞ্জি ম্যাচ খেলব।