আর কতদিন! সমাজমাধ্যমে নেটিজেনদের সমালোচনার ঝড়। নিজের শেষ পাঁচ টেস্টের ১০ ইনিংসে মাত্র একটি ফিফটি কোহলির। বিরাট চলতি বছর ৬ টেস্টে ১২ ইনিংসে ২৫০ রান করেছেন। গড় ২২.৭২। আর গোটা নিউজিল্যান্ড সিরিজে করেছেন ৯৩ রান। তারমধ্যে একবার ৭০। কেউ বলছেন তাঁর সময় ফুরিয়ে এসেছে। কেউ বলছেন, থামার সময় হয়ে গেছে। ম্যানেজমেন্টও যে খুশি তেমনটা বলা যাচ্ছে না। শোনা যাচ্ছে, আগামী অস্ট্রেলিয়া সিরিজই কিন্তু হতে পারে বিরাটের জন্য শেষ টেস্ট সিরিজ। তিনি নিজেও এই ফরম্যাটে অবসরের রাস্তায় হাঁটতে পারেন।