আর কবে, আর কবে আর কবে? এ’প্রশ্ন তুলতেই পারেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। রঞ্জিতে নিজেদের ঘরের মাঠ, চেনা পরিবেশ। সেখানেই ৮৫ রানে গুটিয়ে গেল বঙ্গ ব্রিগেড। হরিয়ানার বিরুদ্ধে বিশাল হার তো বটেই, লজ্জারও। কল্যাণীতে প্রথম ইনিংসে হরিয়ানার ১৫৭ রানের জবাবে বাংলা গুটিয়ে গিয়েছিল ১২৫ রানে। দ্বিতীয় ইনিংসে হরিয়ানা কামব্যাক করে তুলল ৩৩৬ রান। আর চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলার ক্রিকেটারদের গর্বের ব্যাটিং। সবমিলিয়ে উঠল ৮৫ রান। হার হল ২৮৩ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলার সর্বোচ্চ ২৫ রান এসেছে ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে। তিনি অপরাজিত ছিলেন। বাকিদের মধ্যে ৭ জন দু’অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। হারের ফলে বাংলার বিদায় নিশ্চিত। পরের পর্বে যেতে গ্রুপের শেষ দুটো ম্যাচ জিততেই হত। তাতে ঘরের মাঠেই মুখ পুড়লো।