আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে তারকা থেকে সাধারণ মানুষ। সুবিচারের দাবিতে ফুঁসছে মানুষ। তবে এই প্রতিবাদ ঘিরে চলেছে দল বিভাজান। একদিকে রয়েছেন তৃণমূলের সাংসদ বিধায়ক তারকারা। অন্যদিকে বাকি তারকারা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ট্রোলড্ হয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষদের। আর জি কর-কাণ্ডে ১৪অগস্ট থেকে রাত দখলের কর্মসূচি নিয়ে যখন পথে নেমে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ থেকে তারকা। তখন তাঁদের দেখা গিয়েছে ১৬ অগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা পদযাত্রায়। তবে শুধু রচনা-সায়নী নয়, শাসকদলের আরও এক বিধায়ক অদিতি মুন্সিকে নিয়ে চলছে নিরন্তর কটাক্ষ। তিনি হলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক। কীর্তন শিল্পীকে নিয়ে নানা কুরুচির মন্তব্য করেছেন নেটাগরিকরাও। তবে এ বার কটাক্ষ নিয়ে জবাব দিলেন অদিতি। আরজি কর তরুণী চিকিৎসকের মৃত্যুতে তিনি অন্য আর পাঁচ জনের মতো কেন পথে নেমে প্রতিবাদ করলেন না সেই নিয়ে সরব হয় নেটপাড়া। যেহেতু ভক্তিগীতির শিল্পী অদিতি, তাই সেই প্রসঙ্গ তুলে কেউ কেউ কটাক্ষ করে লেখেন, ‘‘অতি ভক্তি চোরের লক্ষ্মণ।’’, এছাড়াও নানা কটূক্তি।
এবার নিন্দকদের কড়া জবাব দিয়ে অদিতি লেখেন, ‘‘স্বাধীনতার ৭৭ বছর পর নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ করতে হচ্ছে এটা ভাবলেই ঘেন্না হচ্ছে | আমি জানি এরপরেও অনেক মানুষ ব্যক্তিগত আক্রমণ করবেন তবে সেটা আপনাদের ব্যক্তিগত রুচি | আপনারা যারা দীর্ঘদিন আমার সঙ্গে আছেন তারা জানেন যে আজ পর্যন্ত আমি সঙ্গীত বাদে কোনো রাজনৈতিক পোস্ট তো দূরের কথা এমনকি কোনো নেতিবাচক কথাও বলিনি কারণ আমার ধর্ম আমার শিক্ষা আমার সঙ্গীত ঘৃণা নয় ভালোবাসার কথা বলে। আজ যারা এর প্রতিদানে এত আঘাতে ভরিয়ে দিলেন তাদের ধন্যবাদ |’