More
    Homeবিনোদন"আর ভারতে শো নয়", সর্বসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে কেন এমন কথা বললেন দিলজিৎ?

    “আর ভারতে শো নয়”, সর্বসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে কেন এমন কথা বললেন দিলজিৎ?

    “আর ভারতে শো নয়”, সর্বসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে কেন এমন কথা বললেন দিলজিৎ? প্রসঙ্গত, কিছুদিন আগেই শহরে এসে কলকাতাবাসীর মন জয় করেছিলেন গায়ক। ঠিক যতটা তিনি আপন করেছিলেন বাঙালিয়ানাকে, বাঙালিরা তার থেকেও বেশি যেন আপন করেছিলেন পাঞ্জাবি পপস্টারকে। তবে শুধু কলকাতাই নয়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, ইন্দোর এবং চণ্ডীগড়েও একই দৃশ্য। তবুও এই দেশের থেকে কেন মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন দিলজিৎ? সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে গায়ককে বলতে শোনা যাচ্ছে এই দেশে লাইভ শো আর করবেন না তিনি। কিন্তু কেন? দিলজিতের মতে, “এদেশে লাইভ শো করার মতো পরিকাঠামো নেই। যার নেপথ্যে অন্যতম কারণ হল অর্থের অভাব। লাইভ শো করার সময় মঞ্চ একেবারে মাঝখানে করা উচিত যাতে আরও বেশি মানুষ দেখতে ও শুনতে পাবে আমাকে। এটা যদি না হয়, তাহলে আমি আর কোনওদিন ভারতে শো করব না।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments