Sunday, April 2, 2023
Homeকলকাতাআশঙ্কাই সত্যি! কলকাতায় মিলল করোনার বিলাতি প্রজাতির খোঁজ

আশঙ্কাই সত্যি! কলকাতায় মিলল করোনার বিলাতি প্রজাতির খোঁজ

কলকাতা শহরে খোঁজ মিলল করোনার নতুন প্রজাতির। ব্রিটেনফেরত এক যুবকের দেহে করোনার বিলাতি প্রজাতি মিলেছে বলে খবর। বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মোট ৭টি নমুনার মধ্যে ১টিতেই বিলাতি প্রজাতি মিলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

স্বাস্থ্যসচিব জানিয়েছেন, বিলেত ফেরত ৭ জন করোনা আক্রান্তের লালারসের নমুনা পরীক্ষার জন্য NCDC-তে পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতে তার রিপোর্ট আসে। তাতে ১ জনের দেহে করোনার বিলাতি প্রজাতি মিলেছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই যুবক স্বাস্থ্য দফতরেরই এক আধিকারিকের ছেলে। গত ২০ ডিসেম্বর বিমানে বিলেত থেকে কলকাতা ফেরেন তিনি। বিমানবন্দরে পরীক্ষা হলে তাঁর করোনা ধরা পড়ে। তবে তাঁর কোনও উপসর্গ ছিল না। এর পর তাঁকে আইসোলেশনে রাখা হয়।

স্বাস্থ্যসচিব জানিয়েছেন, যুবক প্রথম থেকেই আইসোলেশনে থাকায় সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। তবে বাকি ৬টি নমুনায় বিলাতি প্রজাতির অস্তিত্ব পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments