More
    Homeবিনোদনআসছে সৌমিতৃষার দ্বিতীয় ছবি! কবে? জানিয়ে দিলেন খোদ অভিনেত্রী

    আসছে সৌমিতৃষার দ্বিতীয় ছবি! কবে? জানিয়ে দিলেন খোদ অভিনেত্রী

    এই গল্প প্রেমেরও, আবার অপ্রেমেরও। এমন একটি সম্পর্কের সমীকরণের কথা যা আগে কেউ ভাবেনি। সৌমিতৃষা কুণ্ডু এবং সৌরভ দাস প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন আসন্ন ছবি ১০ই জুন -এ। ছবিটি মুক্তি পাবে জানুয়ারিতে। আজ প্রকাশ্যে এলো এই ছবির প্রথম ঝলক, যেখানে ধরা পড়েছে সৌমিতৃষা এবং সৌরভের চরিত্রের রহস্যময় রসায়ন।

    রূপক চক্রবর্তী পরিচালিত এই ছবির গল্প একেবারে ভিন্ন ধারার। ছবির কেন্দ্রীয় চরিত্র মিতালি (সৌমিতৃষা) এমন এক মেয়ে, যে একদিন বাড়িতে একা থাকার সময় এক বন্দুকধারীর মুখোমুখি হয়। বন্দুকধারী (সৌরভ) জানায়, সে একটি খুন করেছে এবং আশ্রয়ের খোঁজে এসেছে। মিতালি তাকে বাড়িতে থাকতে দেয় ঠিকই, কিন্তু প্রশ্ন করতে শুরু করে—কেন এই খুন? কী তার উদ্দেশ্য? এইভাবেই সন্দেহ ও বিশ্বাসের একটি অদ্ভুত গল্প এগিয়ে চলে। ছবিটির শুটিং হয়েছে কলকাতা এবং ব্যান্ডেলের আশপাশে। সৌমিতৃষা ও সৌরভ ছাড়াও কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী এবং মৌসুমী দাস গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

    এছাড়াও আজ মুক্তি পেয়েছে সৌমিতৃষার প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি, যা দেখা যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। এখানে তার চরিত্রের নাম দেবী। গল্প শুরু হয় দেবীর বিয়ে দিয়ে, কিন্তু বিয়ের পরেই তার জীবন পাল্টে যায়—খুন হয় তার স্বামী। এরপর কী হবে, তা জানতে চোখ রাখতে হবে সিরিজে। বর্তমানে সৌমিতৃষার হাতে রয়েছে একাধিক প্রকল্প। নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চান তিনি, তাই বিভিন্ন ধরনের গল্পে কাজ করার পরিকল্পনা করছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments