Tuesday, May 30, 2023
HomeUncategorizedআসামের সরকারি স্কুল শিক্ষিকাদের জন্য তৈরি হলো নতুন ড্রেস কোড! জিন্স ও...

আসামের সরকারি স্কুল শিক্ষিকাদের জন্য তৈরি হলো নতুন ড্রেস কোড! জিন্স ও টি শার্ট পড়ে আসা যাবেনা স্কুলে! 

 

জিন্স টি-শার্ট ও লেগিনস পড়ে আসা যাবেনা স্কুলে। সরকারি স্কুলের শিক্ষিকাদের জন্য এমনই ড্রেস কোড চালু করে অসম সরকার। এবং হুঁশিয়ারী দেওয়া হয় যে এই নির্দেশ লংঘন করলে তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে।

 

শনিবার এমনই নির্দেশিকা জারি করে অসম শিক্ষা দপ্তর। সেই নির্দেশিতায় বলা হয় ক্যাজুয়াল পোশাক, পার্টি পোশাক, জিন্স ও টি শার্ট পড়ে স্কুলে আসা নিষিদ্ধ শিক্ষিকাদের।

 

ওই নির্দেশিকায় আরো বলা হয় সে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু কিছু শিক্ষিকা নিজের পছন্দমত পোশাক পড়ে আসছেন এবং এটি অভ্যাস এ পরিণত হয়েছে যা সমাজে গ্রহণযোগ্য নয়। যেহেতু শিক্ষিকারা সমাজের চোখে শ্রদ্ধার পাত্র তাই রুজি সম্মত ও মার্জিত পোশাক পড়েই স্কুলে আসতে হবে তাদের। শুধু তাই নয় খেয়াল রাখতে হবে শিক্ষিকাদের পোশাকে রঙের দিকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments