২২ জানুয়ারি ইডেনে ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি সারতে শনিবারই শহরে পা রাখার কথা গৌতম গম্ভীরদের। তার আগেই শুক্রবার রাতেই কলকাতা পৌঁছে যাওয়ার কথা ইংরেজ তারকা লিয়াম লিভিংস্টোনের। বাকিরাও চলে আসবেন শনিবার। আর ভারতীয় তারকারা শনিবার বিভিন্ন সময়ে একে একে কলকাতা ঢুকবেন। যেহেতু সিরিজের প্রথম ম্যাচ, তাই যে যার শহর থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন ভারতীয় দলের তারকারা। শনিবার সন্ধেতেই কলকাতায় আসার কথা গৌতম গম্ভীর থেকে সূর্যকুমার যাদবদের। রবিবার থেকে তিন দিন অনুশীলন চলবে ইডেনে।