More
    Homeঅনান্যইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

    ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

    ১। ফোলা চোখ এবং ডার্ক সার্কেলের সমসসায়:

     

    আমি নিজেই এই সমস্যার ভুক্তভোগী… আপনারা তো জানেন ঘুম ঠিকমত না হলে অথবা অযত্নে বিভিন্ন হেলথ প্রবলেমে চোখের নিচের ফোলাভাব আর ডার্ক সার্কেল পুরো ফেসকে কতটা টায়ার্ড একটা লুক দেয়! এই সমস্যায় আমি গ্রিন টি ব্যাগ ব্যবহার করে খুবই ভালো ফল পেয়েছি। কী করবেন জেনে নিন-

     

    – দিনে ২-৩ কাপ গ্রিন টি খেলে সব ব্যাগ গুলো পরিস্কার পাত্রে ফ্রিজে রেখে দিন।

     

    – এরপর রাতে ঘুমাতে যাবার আগে অথবা বাইরে রোদ থেকে এলে যদি খুব বেশি চোখে স্ট্রেস পড়ে তখন টি ব্যাগ গুলো বের করে চোখের উপরে দিয়ে ৫-১০ মিনিট রেখে দিন।

     

    – এভাবে রোজ করুন, হোপফুলি ২-৩ সপ্তাহেই চোখের নিচের ত্বকে পরিবর্তন দেখবেন

     

    ২। সহজেই তৈরি করুন মাইলড ফেস স্ক্রাব:

     

    এক্ষেত্রে আপনাকে একদম ফ্রেশ ইউজ করা টি ব্যাগ ইউজ করতে হবে।

     

    – একটি টি ব্যাগ থেকে সব টুকু পাতা বের করে নিন।তাতে ২ চিমটি চিনি মেশান, এবার পরিস্কার মুখে পানির ঝাপটা দিয়ে এই স্ক্রাব মুখে লাগিয়ে খুবি হাল্কা হাতে ১ মিনিট ম্যাসাজ করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

     

    – যাদের স্কিন খুব পাতলা ও সেনসিটিভ তারা চিনি মেশাবেন না। শুধু গ্রিন টি পাতাই ইউজ করুন।

     

    ৩। ইজি টু মেক ব্রাইটেনিং ফেস মাস্ক:

     

    – একটি ফ্রেশ ইউজ করা টি ব্যাগের ভেতরের পাতার সাথে এক চামচ চালের গুঁড়া এবং এক চিমটি হলুদ গুঁড়া মেশান। (যাদের স্কিন ড্রাই তারা এক চা চামচ মধু মেশাতে পারেন)। এরপর এর সাথে ২ তেবিল চামচ গোলাপ জল অথবা পানি মেশান।

     

    – এবার এই ফেস প্যাকটি পরিস্কার মুখে মেখে ১৫ মিনিট রাখুন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন।

     

    – একইভাবে আপনি তৈরি করা গ্রিন টি (লিকুইড) এর সাথে চালের গুঁড়া, হলুদ মিশিয়েও ফেসপ্যাক তৈরি করতে পারেন।

     

    দুটি পদ্ধতিতেই রেগুলার ইউজে আপনার ট্যান কাটবে এবং স্কিন গ্লোইং হবে।

     

    ৪। শাইনি এবং সিল্কি চুলের জন্য:

     

    এই টিপসটি প্রতিবার শ্যাম্পু করার পর ইউজ করলে নিজের চুলের শাইন দেখে নিজেই অবাক হবেন। আধা মগ গরম পানিতে ২ টি গ্রিন টি ব্যাগ দিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। এবার গোসলের পর ঠাণ্ডা গ্রিন টি আপনার পুরো চুলে ঢালুন। এভাবে ১০ মিনিট থাকুন। এরপর ভালোভাবে ঠাণ্ডা পানি দিয়ে গ্রিন টি চুল থেকে ধুয়ে ফেলুন। ব্যাস হয়ে গেল…

     

    ৫। সান ট্যান আর সান বার্নের জন্য:

     

    অনেকে আছেন বছরের এই সময়টার চড়া রোদে ৫ মিনিটের জন্য বেরলেই যাদের স্কিন লালচে হয়ে জ্বালাপোড়া করে। এই টিপসটি সেই সব সান সেনসিটিভ স্কিনের জন্য।

     

    – প্রতি সপ্তাহের জন্য গ্রিন টি তৈরি করে ফ্রিজে আইস কিউব করে রাখুন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments