উত্তর প্রদেশের মুরাদনগর শহরে একটি শ্মশানের ছাদ বৃষ্টিতে ভেঙে পড়ল শেষকৃত্যে উপস্থিত মানুষজনের ওপর। নিহত হলেন ১৮ জন, আহত বেশ কয়েকজন।
ধ্বংসস্তূপের তলায় অনেকে আটকে পড়েছেন, ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। কিছু মানুষ এখনও আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী।
ঘটনার বেশ কয়েক ঘণ্টা পরে উদ্ধারকারী কর্মীরা এখনও ধ্ব্ংসস্তূপের তলায় মানুষ খুঁজে পাচ্ছেন, জানিয়েছেন গাজিয়াবাদ(গ্রামীণ) এসপি ইরাজ রাজা।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
বেশ কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জীবনহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।