ইডেনেই শুরু, ইডেনেই শেষ। আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রথম দিনই ক্রিকেটের নন্দনকানন সাক্ষী থাকবে বিরাট ইনিংসের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মেগা টুর্নামেন্ট মোট ৭৪টি ম্যাচ ১৩টি স্টেডিয়ামে হবে ৬৫ দিন ধরে। ৭০টি লিগ ম্যাচ হবে ২২ মার্চ থেকে ১৮ মে অবধি। প্লে-অফের খেলা শুরু হবে ২০ মে থেকে। ২৫ মে ফাইনাল। এরমধ্যে থাকছে ১২টি ডাবল হেডার ম্যাচ। কলকাতাতেই হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।