করোনাভাইরাসের জোড়া টিকা আসার পরই চাঙ্গা হতে শুরু করেছিল বাজার। বৃহস্পতিবার সকাল-সকাল নয়া উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স। এই প্রথমবার সূচক ৫০,০০০-এর মাইকফলক পার করল। উর্ধ্বমুখী হয়েছে নিফটিও।
বুধবার বিকেলে বাজার বন্ধের সময় রেকর্ড গড়ে ৪৯,৭৯২.১২ অঙ্কে পৌঁছে গিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স। বৃহ্স্পতিবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যে (প্রি-ওপেন সেশন) তৈরি হয় নয়া রেকর্ড। প্রথমবার ৫০,০০০-এর গণ্ডি পার করে যায় সেনসেক্স। ৩০৪.৪৫ পয়েন্ট উঠে আপাতত সেনসেক্স ৫০,০৯৬.৫৭ পয়েন্টে পৌঁছে গিয়েছে।