More
    Homeঅনান্যইনস্ট্যান্ট গ্লো ফেইস প্যাক!

    ইনস্ট্যান্ট গ্লো ফেইস প্যাক!

    আজ আপনাদের সাথে এমন একটি প্রাকৃতিক উপাদান নিয়ে কথা বলব যা আপনার ত্বকে ইনস্ট্যান্ট গ্লো এনে দিবে। আর তা হলো কোকোনাট মিল্ক!

     

    বেসিক্যালি নারকেলের ম্যাচিউরিটি পর্যায়ে ভেতরের নরম সাদা অংশ থেকে মূলত একটি প্রক্রিয়ায় সাদা বর্ণের এক ধরণের ঘন নির্যাস বের করা হয় সেটাই আসলে কোকোনাট মিল্ক হিসেবে পরিচিত। ত্বকের ময়েশ্চার লেভেল ধরে রাখতে যেমনি নারকেল তেল যেমন কার্যকরী ভুমিকা পালন করে ঠিক তেমনি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু কোকোনাট মিল্কের জুরি মেলা ভার। এতে বিদ্যমান ভিটামিন বি৩, বি৫ এবং ভিটামিন সি মূলত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করে। এছাড়াও আয়রন এবং প্রোটিনের দারুণ উৎস হওয়ায় ত্বকের ময়েশ্চার লেভেল ব্যালেন্সড রাখতে সাহায্য করে।

     

    এই তো গেল ত্বকে ইনস্ট্যান্ট গ্লো আনার পক্ষে কোকোনাট মিল্ক এর কার্যকারিতা নিয়ে কথা। এবার আসা যাক, এর প্রয়োগে। আমি এখানে ৩ টি রেসিপি দিয়ে দিচ্ছি। আমার স্কিন কম্বিনেশন টাইপ । গরমের সময় স্কিন খানিকটা তৈলাক্ত হয়ে যায় আবার শীতের সময় বেশ ড্রাই একটা ভাব চলে আসে। তাই আমি শেষের দুটো রেসিপি গরমের সময় ব্যবহার করার চেষ্টা করি। আর প্রথমটি অবশ্যই শীতের সময়।

     

    আপনাদের মনে আছে কিনা! প্রিভিয়াস একটি আর্টিকেলে আমি বলেছিলাম মুখ বাদে শরীরের বাকি অংশ ভীষণ রকমের শুষ্ক। তাই আমি এই প্যাকগুলো মাঝে মাঝে অ্যাপ্লাই করলেও কোকোনাট মিল্ক সমৃদ্ধ বডি লোশন ব্যবহার করি এতে করে প্যাকগুলো দেয়া মাঝেমধ্যে বাদ পড়ে গেলেও স্কিনে তেমন ক্ষতি হয় না। এবং মুখের সাথে সাথে বডির রঙের সামঞ্জস্যতা থাকে।

     

    রেসিপি ১: ড্রাই স্কিন

     

    এই রেসিপিটি শুষ্ক ত্বকের অধিকারীরা ব্যবহার করতে পারবেন। জানেন তো ড্রাই স্কিনের অধিকারিদের সাধারণ এবং তৈলাক্ত ত্বকের অধিকারিদের থেকে একটু বেশি সচেতন হতে হয়।

     

    ২ চা চামচ ওটস

    ৩ চা চামচ নারকেল দুধ

    ১ চা চামচ বাটার মিল্ক

     

     

    – একটি পাত্রে প্রথমে অটস ভিজিয়ে রেখে দিন। নরম হয়ে গেলে হাতে চটকে নিন।

     

    – এবার অটস বাকি উপকরণ ঢেলে দিয়ে ভাল করে মিক্স করে নিন।

     

    – পরিষ্কার মুখে প্যাকটি লাগিয়ে ১০ মিনিট রেখে তারপর আলতো করে ম্যাসাজ করতে থাকুন।

     

    এতে করে ত্বকের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। এবং ব্যবহৃত উপাদানগুলোর পুষ্টি সহজে স্কিন অ্যাবজর্ব করে নিতে পারবে। বাটার মিল্কের উপাদান ত্বক মোলায়েম করাসহ ময়েশ্চার যোগাবে। ওটস এবং নারকেল দুধ ত্বকের ইনস্ট্যান্ট গ্লো এনে দিতে সাহায্য করবে।

     

    ছোট একটি টিপস দিয়ে রাখি ড্রাই স্কিনের অধিকারীরা সবসময়ই ত্বককে ময়েশ্চারাইজড রাখার চেষ্টা করবেন। কেননা ড্রাই স্কিন এ যেমন চুলকানি হবার সম্ভবনা থাকে অনেক বেশি ঠিক তেমন কালচে ভাবও চলে অনেক তাড়াতাড়ি।

     

    রেসিপি ২: নরমাল টু তৈলাক্ত ত্বক

     

    এই রেসিপিটি নরমাল টু তৈলাক্ত ত্বকের অধিকারীরা ব্যবহার করতে পারবেন। তৈলাক্ত ত্বকের অধিকারীরা চাইলে এতে গ্রিন টি ও ব্যবহার করতে পারেন।

     

    গরুর দুধ কাঁচা ১ চা চামচ

    নারকেলের দুধ ১ চা চামচ

    চালের গুঁড়া ১ চা চামচ

    হলুদ গুঁড়া সামান্য

    লেবুর রস কয়েক ফোটা

     

     

    সব উপকরণগুলো একসাথে মিক্স করে নিন। পরিষ্কার মুখে অ্যাপ্লাই করে পনের থেকে বিশ মিনিট রাখুন। মুখ ধুয়ে ফেলার আগে হালকা পানি ছিটা দিয়ে কিছুক্ষন ম্যাসাজ করে তারপর পুরো মুখ ধুয়ে ফেলুন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments