“ইন্ডিয়া ইজ ইন্দিরা, অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া”, নেটিজেনদের মন্তব্য ‘যেন গায়ে কাঁটা দিচ্ছে!’ মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের সেপ্টেম্বরে। অবশেষে অপেক্ষার অবসান। ২০২৫-এর ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ইমার্জেন্সি’। সোমবার সকালে মুক্তি পেল ছবির নতুন ঝলক। যদিও এর আগেও প্রকাশ্যে এসেছিল ঝলক। তবে এ বার যেন কিছুটা অন্য মেজাজেই দেখা মিলল বলিউডের ‘কুইন’-এর। চোখের কোণে ক্রোধ এবং মুখের স্মিত হাসি দেখে অভিনয়ের দিক থেকে কঙ্গনা যে অনবদ্য, তা এক কথাই স্বীকার করাই যায়।