More
    Homeজাতীয়ইন্ডিয়ান আউডলের ১২ এর শ্রেষ্ঠত্বের মুকুট উঠলো পবনদীপ রাজনের মাথায়, দ্বিতীয় অরুণিতা

    ইন্ডিয়ান আউডলের ১২ এর শ্রেষ্ঠত্বের মুকুট উঠলো পবনদীপ রাজনের মাথায়, দ্বিতীয় অরুণিতা

    সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’র চ্যাম্পিয়ন হলেন পবনদীপ রাজন। রোববার (১৫ আগস্ট) এই প্রতিযোগিতার ১২তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

    দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই আয়োজন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে এবারের আসরের বিজয়ী হিসেবে পবনদীপ রাজনের নাম ঘোষণা করা হয়। এর মাধ্যমে শেষ হলো দীর্ঘ আট মাসের সফর।

    ইন্ডিয়ান আউডলের ১২ এর শ্রেষ্ঠত্বের মুকুট উঠলো পবনদীপ রাজনের মাথায়, দ্বিতীয় অরুণিতা

    Read More-লঞ্চ হল ওলার ইলেক্ট্রিক স্কুটার, জানুন ফিচার, মিলবে কত দামে?

    এছাড়া গ্র্যান্ড ফিনালেতে অন্য প্রতিযোগিরা ছিলেন অরুণিতা কাঞ্জিলাল, নিহাল তাওরো, মোহাম্মদ দানিশ, শানমুখ প্রিয় এবং সায়লি কাম্বলে। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও সায়লি কাম্বলে।

    এবারের আসরের শুরু থেকেই আলোচনায় ছিলেন অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ রাজন। জল্পনার অবসান ঘটিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট উঠলো পবনদীপ রাজনের মাথায়।

    Read More-এবার সরকারি অফিসার এবং কর্মীদের জন্য কড়া নির্দেশ জারি করল নবান্ন

    ইন্ডিয়ান আইডল’র এবারের আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সোনু কাক্কার, অনু মালিক এবং হিমেশ রেশমিয়া। অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন আদিত্য নারায়ণ। গ্র্যান্ড ফিনালেতে তার সঙ্গে উপস্থাপনায় ছিলেন জয় ভানুশালি।

    প্রসঙ্গত, ‘ইন্ডিয়ান আইডল’র এবারে আসরের শুরু থেকেই আলোচনায় ছিলেন পবনদীপ রাজন। তার প্রতিটি গানেই যেন অদ্ভুত মুগ্ধতা। তার গায়কি সবর্মহলেই প্রশংসিত হয়েছে।

    Read More-লোকমাণ্য তিলক জাতীয় পুরস্কার পেলেন সেরাম প্রতিষ্ঠাতা তথা সংস্থার চেয়ারম্যান ডঃ সাইরাস পুনাওয়ালা

    উত্তরাখণ্ডের চম্পাওয়াতের ছেলে পবনদীপ। তিনি ২০১৫ সালের ‘দ্য ভয়েস ইন্ডিয়া’র চ্যাম্পিয়ন। তার বাবা সুরেশ রাজন স্থানীয় কৌমানী লোকশিল্পী। পবনদীপ চম্পাওয়াতের ইউনিভার্সিটি সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। আর স্নাতক করেছেন কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে।

    পবনদীপ ‘রোমিও এন বুলেট’ নামের হিন্দি সিনেমার চারটি গান গেয়েছেন। ২০১৬ সালে ছয়টি গান নিয়ে ‘ছোলিয়ার’ নামের একক অ্যালবামও প্রকাশ করেছেন।

    Read More-৭৫ তম স্বাধীনতা দিবসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢাকা পড়ল সাড়ে সাত হাজার বর্গফুটের তেরাঙ্গায়

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments