More
    Homeজাতীয়ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক, একনজরে দেখে নিন কী কী...

    ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক, একনজরে দেখে নিন কী কী নিয়ম পরিবর্তন হয়েছে

    ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক। তার জেরে সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে চালু হয়েছে একগুচ্ছ নয়া নিয়ম। নিয়মিত ব্যাঙ্কিং পরিষেবার জন্য সেইসব নিয়ম মেনে চলতে হবে।

    তার আগে গত ১২ ফেব্রুয়ারি রাত ন’টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ন’টা পর্যন্ত সেই সংযুক্তিকরণের প্রক্রিয়া চলেছিল। একনজরে দেখে নিন কী কী নিয়ম পরিবর্তন হয়েছে, তা দেখে নিন –

    ১) নয়া আইএফএসসি কোড

    যে গ্রাহকদের এলাহাবাদ ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল, তাঁদের নয়া ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড (আইএফএসসি) কোড নিতে হবে। তাঁদের পুরনো আইএফএসসি কোড বৈধ বলে বিবেচিত হবে। নয়া আইএফএসসি কোড না নিলে আর্থিক লেনদেন করা যাবে। ১৫ ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের শুধুমাত্র ইন্ডিয়ান ব্যাঙ্কের আইএফএসসি কোড (‘আইডিআইবি’ দিয়ে শুরু) ব্যবহার করতে বলা হয়েছে।

    গ্রাহকরা www.indianbank.in/amalgamation সাইটে গিয়ে পুরনো আইএফএসসি কোড দিয়ে নয়া কোড পেতে পারেন। একইসঙ্গে নিজের রেজিস্টার্ড নম্বর থেকে ৯২৬৬৮০১৯ নম্বরে মেসেজ করেও আইএফএসসি কোড পাওয়া যাবে। আইএফএসসি <স্পেস> <পুরনো আইএফএসসি কোড> লিখে ৯২৬৬৮০১৯ মেসেজ পাঠাতে হবে। যেমন – IFSC <স্পেস> ALLA0210999।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments