Wednesday, June 7, 2023
HomeUncategorizedইমনের জন্যই নাকি সম্পর্ক ভেঙেছে শোভন ও স্বস্তিকার, গায়কের দুই প্রাক্তন এক...

ইমনের জন্যই নাকি সম্পর্ক ভেঙেছে শোভন ও স্বস্তিকার, গায়কের দুই প্রাক্তন এক ফ্রেমে ধরা দিতেই জল্পনা 

 

 

শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্তের সম্পর্কে চির ধরেছে। দূরত্ব বাড়ছিল নাকি দুজনের মধ্যে। কয়েক মাস ধরেই এই খবরই রয়েছে শিরোনামে। আবার তারি মাঝে রটেছিল নাকি গায়ক ও নায়িকার মাঝে এসে গিয়েছিল গায়িকা ইমন। প্রাক্তনী ইমনের প্রতি দুর্বলতাই নাকি তাদের সম্পর্কে ভাওনের কারণ।

 

আবার এইসবের মধ্যেই হঠাৎ করেই শোভনের দুই প্রাক্তনই এই মন ও স্বস্তিকা একই প্রেমে আলিঙ্গন করে ফ্রেমবন্দি হন। উইন্ডোজ প্রডাকশনের নতুন ছবি ফাটাফাটি প্রমোশনে দুজনেই হাজির হয়েছেন। আর তারা সেখানে একসঙ্গে ছবি তোলেন। আর সেই ছবিতেই নিন্দুকদের মুখের ওপরে একদম যোগ্য জবাব।

 

এই ছবির ক্যাপশনে ইমন লেখেন,” ওকে বাই স্বস্তিকা, এবারে কি হবে?” এই ছবির মন্তব্য বাক্সে আবার স্বস্তিকা লেখেন,” ফায়ার ব্রিগেডকে এবারে খবর দেবে কে? তুমি আমি নাকি ওরা?” অর্থাৎ বোঝাই গেল যে শোভন ও স্বস্তিকা বিচ্ছেদের কারণ হিসাবে ইমন কখনোই নয়। সূত্র মারফত জানা গিয়েছে স্বস্তিকার ব্যস্ততার কারণে নাকি সম্পর্কে সময় দিতে পারছিলেন না। আবার অনেক কাজকর্ম স্বস্তিকার পছন্দ হচ্ছিল না। শোভনের সব মিলিয়েই তারা দুজনেই আর তিক্ততা বাড়াতে চাননি তাই তাদের বিচ্ছেদ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments