More
    HomeUncategorizedইমন এবার আর লিলুয়ায় বসন্ত উৎসব করছেন না

    ইমন এবার আর লিলুয়ায় বসন্ত উৎসব করছেন না

    সংগীত শিল্পী ইমন চক্রবর্তী কর্ম সূত্রে কলকাতায় থাকলেও তাঁর আদি বাড়ি হাওড়া লিলুয়ায়। শেখানেই থাকতেন তাঁর মা। তাই শিকড়ের টানে ইমন মাঝে মাঝেই ছুটে যান লিলুয়ায়। শিকড়ের টান ভোলেননি বলেই প্রতি বছর লিলুয়ায় ঘটা করে বসন্ত উৎসবের আয়োজন করেন ইমন। সেই আসরে কলকাতার তাবড় শিল্পীর গান পরিবেশন করেন ইমনের ডাকে। কিন্তু এই বছর সেই জমকালো উৎসব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইমন। কিন্তু কেন? সেই কথাই জানালেন ইমন।

     

     

     

    গত ৮ বছর ধরে এই উৎসব করে আসছেন ইমন। কিন্তু তাঁর অভিজ্ঞতা মোটেই ভালো না। তাই তিনি লিখেছেন, ‘এই বছর লিলুয়াতে বসন্ত উৎসব হচ্ছে না। কারণ হিসাবে জানাতে চাই গত ৮ বছর ধরে আমরা লিলুয়াতে উৎসবটা করছিলাম । কিন্তু কিছু স্থানীয় মানুষজন প্রত্যেক বছর অনুষ্ঠানের শেষের দিকে এসে ঝামেলা করে গেছেন। বেশকিছু শিল্পীর সাথে অভব্য আচরণ করেছেন, আমরা এটা ডিসার্ব করি না। এখানে যারা খেটে অনুষ্ঠানটা দাঁড় করান, তারা একটি টাকা নেন না। শিল্পীরাও নেন না। আমরা এটা লিলুয়ার মানুষদের জন্য করতাম। আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে করতাম। অনেক কষ্ট নিয়ে লিলুয়াতে এই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছি।’ ইমন জানিয়েছেন, পুলিশি নিরাপত্তার মাঝে অনুষ্ঠান হলেও শিল্পীদের গাড়ির ক্ষতি করা কিংবা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। হাতেগোনা লিলুয়াবাসীর হুজ্জুতির জেরেই এই বছর বসন্ত উৎসব বন্ধ রাখছেন তিনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments