আসানসোলের 38 নম্বর ওয়ার্ডে ইসিএলের জমির উপরে বাড়ি তৈরির অভিযোগে পুলিশ, সি আই এস এফ নিয়ে জমি জরিপ করতে এলো ইসিএল। স্থানীয় সভাপতি মনোজ হাজরা বলেন, এখানে অনেক বাড়ি হয়ে গেছে।এখন ইসিএল এসে বলছে তাদের জমি, তাহলে আগে নোটিস দেয়নি কেন।
অপরদিকে ইসিএলের পক্ষ থেকে জীবন মুখার্জী বলেন,ইসিএলের জমির উপরে কিছু বাড়ি হয়েছে, সেগুলো সার্ভে করতে এসেছিলাম।