More
    Homeঅনান্যউইন্টার বডি কেয়ার | সেরা ৪টি লোশন থেকে বেছে নিন আপনারটি

    উইন্টার বডি কেয়ার | সেরা ৪টি লোশন থেকে বেছে নিন আপনারটি

    উইন্টার বডি কেয়ার করার জন্য সেরা ৪টি লোশন

    Rajkonna Brightening Body Lotion Super Radiant

    শীতে স্কিন ড্রাই হয়ে যাওয়ার সাথে সাথে অনেকে ডার্ক প্যাচের সমস্যাও ফেইস করেন। ড্রাইনেস ও প্যাচেসের প্রবলেম কমিয়ে স্কিন সফট, ব্রাইট ও রেডিয়েন্ট করে তুলতে ইউজ করতে পারেন Rajkonna Brightening Body Lotion Super Radiant। এই লোশনের মেইন ৩টি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আলফা আরবুটিন, রাইস ওয়াটার ও ভিটামিন ই। রাজকন্যা ব্র্যান্ডের এই লোশনটি সান স্পটস, হাইপারপিগমেন্টেশন ও স্কারস লাইট করে স্কিন ব্রাইট করে তোলে। এজিং প্রসেস ডিলে করে স্কিনকে ইয়াংগার লুকিং রাখতেও এটি হেল্প করে। বোতলটি পাম্প সিস্টেমের বলে লিক হওয়ার ভয় নেই। ক্রিমি টেক্সচারের এই বডি লোশনটির ফ্রেগ্রেন্স একদম মাইল্ড। একবার অ্যাপ্লাইয়ের পর যদি শরীরের কোনো জায়গায় ড্রাইনেস ফিল হয়, সেখানে রি অ্যাপ্লাই করতে পারবেন। অল টাইপ স্কিনে এটি স্যুইটেবল। ব্ল্যাক কালারের বোতলের প্যাকেজিংটি বেশ আইক্যাচি। ৩০০ মি.লি. এর লোশনটি পেয়ে যাবেন একদম সাশ্রয়ী মূল্যে। যারা বাজেট ফ্রেন্ডলি ব্রাইটেনিং লোশন খুঁজছেন, তাদের জন্য এটি বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে।

     

    উইন্টার বডি কেয়ার করার জন্য বাজেট ফ্রেন্ডলি লোশন

     

    Daily Moisture Lotion

    বছরের অন্যান্য সময়ের চেয়ে উইন্টার সিজনে স্কিন বেশি ড্রাই হয়ে যায়। সেই সাথে দেখা দেয় ইচিং প্রবলেম। স্কিন যদি ময়েশ্চারাইজড, সফট ও নারিশড থাকে তাহলে ইচিং বা একজিমার মতো সমস্যাগুলো হবে না। এই সিজনে ত্বকের ময়েশ্চার ধরে রাখার জন্য স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে পারেন Aveeno Daily Moisture Lotion। এই লোশনের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কলোডিয়াল ওটমিল। এটি মূলত ওটমিলের লিকুইড ফর্ম। এতে আছে ফ্যাট, প্রোটিন, ভিটামিন ও মিনারেল। ওটমিল কোলাজেন বুস্ট আপ করতে হেল্প করে, স্কিন কমপ্লেক্সন বাড়ায় এবং স্কিনের ইনফ্ল্যামেশন কমায়।

     

    সুপার বেনিফিসিয়াল এই ইনগ্রেডিয়েন্টযুক্ত লোশন ব্যবহারে স্কিন ২৪ ঘন্টা ময়েশ্চারাইজড থাকবে। স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার ধরে রাখতে হেল্প করে বলে মাত্র ২ সপ্তাহেই স্কিন হয়ে ওঠে সফট, স্মুথ ও হেলদি। নরমাল টু ড্রাই স্কিনে এটি ইউজ করা যাবে। এর ফ্রেগ্রেন্স একদম মাইল্ড। অ্যাপ্লাই করার পর একদমই গ্রিজি ফিল হয় না। অল্প সময়েই স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। একজিমা প্রন বা সোরিয়াসের মতো সমস্যা আছে এমন স্কিনেও এটি ব্যবহার করা যাবে। ৩০০ মি.লি. এর এই লোশনটি হাই এন্ড রেঞ্জের। যাদের বাজেট একটু বেশি এবং কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য নিঃসন্দেহে একটি বেস্ট চয়েস হতে পারে এটি। পাম্প সিস্টেমের বলে সহজে লিক হওয়ার চান্স নেই। অফ হোয়াইট ও সবুজ রঙের কম্বিনেশনের প্যাকেজিংটি বেশ আই ক্যাচি।

    উইন্টার বডি কেয়ারে স্কিনের জন্য এমন প্রোডাক্ট ইউজ করা উচিত যেগুলো ত্বকের ময়েশ্চার ধরে রাখবে। অনেকেই শীতে স্কিন ব্রাইট করে তুলবে এমন বাজেট ফ্রেন্ডলি লোশন খোঁজেন। তাদের জন্য খুব ভালো একটি অপশন হতে পারে Rajkonna Brightening Body Lotion Super Moisture। এটি ড্রাই ও রাফ স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজ করে। এতে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে আছে আলফা আরবুটিন, আরগান অয়েল ও সোডিয়াম হায়ালুরোনেট। এই তিনটি উপাদান একসাথে কাজ করে স্কিনকে ৪৮ ঘন্টা পর্যন্ত ডিপ নারিশমেন্ট ও ড্রাইনেস প্রোটেকশন দেয়। লোশনটি ৩০০ মি.লি. এর হোয়াইট কালারের বোতলে পাওয়া যাচ্ছে। এর দামও একদম হাতের নাগালে। একটি লোশন দিয়েই পুরো উইন্টার সিজন পার করা সম্ভব। এটি অ্যাপ্লাইয়ের পর ড্রাইনেস কমে যায় বলে স্কিন বেশ সফট ও স্মুথ লাগে। এর স্মেলটাও বেশ মাইল্ড।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments