More
    Homeপশ্চিমবঙ্গউচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ফর্মুলায় মূল্যায়ণ, পছন্দ না হলে পরীক্ষায় বসার সুযোগ

    উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ফর্মুলায় মূল্যায়ণ, পছন্দ না হলে পরীক্ষায় বসার সুযোগ

    উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ফর্মুলায় মূল্যায়ণের কথা ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে,৪০শতাংশ নম্বরের ওয়েটেজ এবং ২০২০ সালে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার থিয়োরিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ৬০ শতাংশের ওয়েটেজ এবং তার সঙ্গে দ্বাদশ শ্রেণির প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বর যুক্ত করে মূল সূত্র হিসাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর দেওয়া হবে।’

    মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এই মূল্যায়ণ পদ্ধতিতে যদি কারোর অসন্তোষ থেকে থাকে তবে সরকারের অনুমোদনে সংসদ কর্তৃক ভবিষ্যতে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে।  কিন্তু সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে তার আগের ফলাফল বাতিল বলে গণ্য করা হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments