More
    Homeপশ্চিমবঙ্গউচ্চ মাধ্যমিকে প্রথম দশে ৮৬, সর্বোচ্চ নম্বর ৪৯৯

    উচ্চ মাধ্যমিকে প্রথম দশে ৮৬, সর্বোচ্চ নম্বর ৪৯৯

    প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। বিকেল চারটে থেকে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।

    পরিসংখ্যানে উচ্চ মাধ্যমিক :

    ১) সর্বোচ্চ নম্বর ৪৯৯। এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুসলিম কন্যা। মুর্শিদাবাদ থেকে।

    ২) প্রথম দশে আছেন ৮৬ জন।

    ৩) পাশের হার ৯৭.৬৯ শতাংশ।

    কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?

    ১) wbresults.nic.in http://wbresults.nic.in/

    ২) www.exametc.com https://www.exametc.com/

    ৩) www.results.shiksha https://www.results.shiksha/

    ৪) www.indiaresults.com http://west-bengal.indiaresults.com/

    ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?

    ১) wbresults.nic.in সাইটে যেতে হবে।

    ২) ‘WBCHSE class 12 results’ লিঙ্কে ক্লিক করতে হবে।

    ৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

    ৪) ‘Submit’-এ ক্লিক করতে হবে।

    ৫) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

    ৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।

    SMS-এর মাধ্যমে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে?

    ১) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 56070।

    ২) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 5676750।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments