আমাদের চারপাশে সবাই এত রুপসচেতন যে একজনকে একটু নিজের চর্চা করতে দেখলেই বাকিরাও না বুঝে চোখ বন্ধ করে ফলো করা শুরু করেন। টিনএজার’রাও তেমন। তারা জানে না নিজের ত্বকের সঠিক পরিচর্যা কেমন করে করতে হবে, আবার যখন তারা কাউকে জিজ্ঞাসা করে, কী করলে তাদের কিশোর ত্বকের উজ্জলতা ঠিক থাকবে? তারা পুরোপুরি সেন্সলেস কিছু জবাব পায়। যার ফলাফল ১৭ অথবা ১৮ বছর বয়সে পার্লারে গোল্ড ফেসিয়াল অথবা ফেয়ার পলিশ (??) করার জন্য অস্থির হয়ে যাওয়া।
[picture]
যেহেতু অনেক কথা বলে কোন লাভ নেই তাই সহজ ভাষায় বলে দিচ্ছি, ফেসিয়াল করার সর্বনিম্ন বয়স ২২ বছর। আর তৈলাক্ত, ব্রণযুক্ত, সেনসিটিভ ত্বকে ২৫ বছর বয়সের আগে ফেসিয়াল করার কোন দরকার নেই।
জানি না কতটুকু লাভ হল এত কথা বলে। একটা ছোট কাহিনী বলি, আমি একবার এক স্যালনে দেখেছিলাম ক্লাস ৯ এ পড়া এক মেয়ে তার মাকে নিয়ে এসেছে ঈদের আগে ফেয়ার পলিশ করাবে বলে। কিন্তু স্যালন ম্যানেজার ভদ্রমহিলা খুবই চেষ্টা করলেন প্রথমে মেয়েকে তারপর মাকে বোঝাতে, ১৪ বছর বয়সে এসব করে তার মেয়ে যেন স্কিন নষ্ট না করে ফেলে। তাদের কথা ছিল এরকম-
‘আপনাকে টাকা দেয়া হচ্ছে আপনি কাজ করবেন। ঈদের দিন ব্রাইট দেখানোর জন্য ফেয়ার পলিশ থেকে ভালো কিছু নেই সবাই বলে!!!’
ওকে, আমি যখন স্যালন থেকে বেরিয়ে আসছিলাম ১৪ বছরের মেয়ে তখন ফেয়ার পলিশ করছে!
এখন আপনারা বলবেন, এত কম বয়সে ফেসিয়ালও করব না, আবার ফেয়ার পলিশ করে একদিনে ফর্সাও হতে পারব না, তবে আমি একটা টিনএজ মেয়ে করবটা কী?
সহজ, ঘরে বসে সিম্পল ক্লিনআপ! আপনার ১৭-২২ বছর বয়সী কিশোর ত্বকের উপরের আস্তর কে মৃত কোষ আর ধুলাবালি, কেমিকেল থেকে মুক্ত রাখার জন্য এর থেকে জটিল কোন পন্থার দরকার নেই।
কী কী লাগবে ক্লিনআপের জন্য?
-আপনি রেগুলার যে ফেইসওয়াশ ব্যবহার করেন সেই ফেসওয়াশ
-একটা বড় বাটি/ গামলা ভর্তি গরম পানি ( স্টিম নেয়ার জন্য, কিন্তু মনে রাখবেন যাদের ত্বকে ব্রণ আছে তারা স্টিম নেবেন না। ব্রণ আরও ইনফেকটেড হয়ে ব্যথা শুরু হয়ে যাবে। তারা এই ধাপ বাদ দেবেন )
-ফেসিয়াল স্ক্রাব (কেনাও হতে পারে, আবার নিজে বানিয়েও নিতে পারেন। চালের গুঁড়া এক্ষেত্রে স্ক্রাব হিসেবে ভালো হবে)
-মধু ( যাদের মধু সহ্য হয় না তারা বাদ দেবেন )
-আপনার ত্বকের জন্য স্যুটেবল ফেইস প্যাক। যাদের ব্রণ আছে তারা নিম পাতা বাটার সাথে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন )
-টোনার ( টোনার ব্যবহার না করতে চাইলে গোলাপ জল অথবা শসার রস ব্যবহার করুন )
-আপনি রোজ যে ময়েশ্চারাইজার ব্যবহার করেন সেই ময়েশ্চারাইজার।
-বরফের টুকরা ২-৩ টা
কীভাবে ক্লিনআপ করবেন?
ক্লিঞ্জিং:
প্রথমে ভালো ভাবে আপনার ফেইসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে শুকিয়ে নিন।