More
    Homeখবরউজ্জ্বল মুখ বাংলার ক্রিকেটার দেরাদুনের ছেলে অভিমন্যুই

    উজ্জ্বল মুখ বাংলার ক্রিকেটার দেরাদুনের ছেলে অভিমন্যুই

    ভারতীয় দলে অনেকদিনই কড়া নাড়ছেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি যে তৈরি, দলীপ ট্রফিতে লড়াকু অপরাজিত সেঞ্চুরিতে আরও একবার বোঝালেন। ভারতীয় সি দলের বিশাল ৫২৫ রানের জবাবে ওপেনিং করতে নেমে ভারতীয় বি দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ খেললেন ২৬২ বলে ১৪৩ রানের অপরাজিত ইনিংস। তাতে রয়েছে ১২ চার ও ১ ছক্কা। ভারতীয় বি দলের ব্যাটিং ধ্বসের মধ্যেও উজ্জ্বল মুখ বাংলার ক্রিকেটার দেরাদুনের ছেলে অভিমন্যুই। নির্বাচকরা ঘরোয়া পারফরম্যান্সে জোর দিতে বলেছেন। নজরও রাখছেন। দলীপের সেঞ্চুরির পর কতটা সুনজরে আসে নির্বাচকদের তাই দেখার। কারণ, এর আগে ভারতীয় দলের স্ট্যান্ড বাই হিসেবে সুযোগ পেলেও, অভিষেক ঘটেনি তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৫ ম্যাচে ১৬৩ ইনিংসে ৭০২৩ রান করেছেন ঈশ্বরণ। ২৩টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। বয়স ৩০-ছুঁইছুঁই। এখনও যদি অপেক্ষা করতে হয়, আর কবে সুযোগ পাবেন? উল্লেখ্য, ভারতীয় বি দল অভিমন্যুর সেঞ্চুরির সুবাদে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments