উত্তরকন্যা অভিযানের দিন বিজেপির যুব মোর্চা কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে গোটা উত্তরবঙ্গ জুড়ে বনধে সামিল বিজেপি কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বনধের সমর্থনে মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল যুব মোর্চার।
যুব মোর্চার মিছিলে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল,বিজেপির যুব মোর্চার কসভাপতি শুভঙ্কর দম্পটি, সাধারণ সম্পাদক বিশ্বজিত্ রায় সহ অন্যান্যরা। মিছিল থেকে উত্তরবঙ্গের মানুষকে বন্চনা করা হচ্ছে বলে সরব হন উত্তর মালদার সাংসদ খগেন মূর্মু।
পাশাপাশি ‘উত্তরবঙ্গের উন্নয়ন নেই, উত্তরবঙ্গের বেকারদের চাকরি নেই, উত্তরবঙ্গের স্বাস্থ্যের কোন পরিষেবা নেই উত্তরবঙ্গের কোন শিল্প নেই, তার প্রতিবাদে উত্তরকন্যা অভিযানে বিজেপির সামিল হওয়ার ঘটনায় পুলিশের গুলি চালানোর ঘটনা ও বিজেপি যুব মোর্চা কর্মীর মৃত্যুর তীব্র ধিক্কার’ জানান উত্তর মালদার সাংসদ খগেন মূর্মু। পাশাপাশি, গাজলের কদুবাড়ি মোড়ে টায়ার জ্বালিয়েও বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা।