More
    Homeজাতীয়উত্তরপ্রদেশের ভারত-নেপাল সীমান্তে নেপালের পুলিশের গুলিতে নিহত ১ ভারতীয় যুবক! নিখোঁজ ১

    উত্তরপ্রদেশের ভারত-নেপাল সীমান্তে নেপালের পুলিশের গুলিতে নিহত ১ ভারতীয় যুবক! নিখোঁজ ১

    উত্তরপ্রদেশের ভারত-নেপাল সীমান্তে নেপালের পুলিশের গুলিতে নিহত এক ভারতীয় যুবক! বৃহস্পতিবার গভীর রাতের ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। পুলিশ জানিয়েছে, নিহত যুবকার নাম গোবিন্দ সিংহ। তাঁর বয়স ২৬ বছর। তাঁর সঙ্গী আরও এক যুবক ঘটনার পর থেকে নিখোঁজ। জানা গেছে, নেপাল সীমান্ত লাগোয় উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরীর গ্রাম থেকে তিন বন্ধু গোবিন্দ সিংহ, গুরমীত সিংহ এবং পাপ্পু সিংহ নেপালের বেলোরি বাজারে কিছু কাজের জন্য গিয়েছিলেন বৃহস্পতিবার। ফেরার সময়ে ঘটে মর্মান্তিক ঘটনা। পিলভিটের পুলিশ সুপার জয়প্রকাশ এবিষয়ে জানিয়েছেন, রাতে ফেরার সময়ে ওই তিন বন্ধুর মধ্যে কিছু নিয়ে বচসা চলছিল। সীমান্ত এলাকায় এই বচসাই হয়তো অন্য কোনও বার্তা নিয়ে পৌঁছয় নেপাল পুলিশের কাছে। অভিযোগ, তখনই নেপাল পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।এই প্রথম নয়। গত বছরের মাঝামাঝি সময়েও নেপাল পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন এক ভারতীয়। ভারত-নেপাল সীমান্তলাগোয়া বিহারের সীতামঢ়ী জেলার মাহোবা গ্রামের এক কৃষককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। সেই ঘটনাতেও আহত হন আরও ৩ জন।

    জানা গেছিল, আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় কৃষকদের চাষের কাজে বাধা দেয় নেপাল পুলিশের কয়েক জন অফিসার। তখনই বচসা গড়ালে আচমকা গুলি চালাতে শুরু করে নেপাল পুলিশ। সেবার ঘটনাস্থলেই মারা যান বিকাশকুমার রাই নামে এক কৃষক। আরও এক কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নেপাল পুলিশের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, এই ঘটনাতেও গোবিন্দর ২ সঙ্গীর মধ্যে এক জন এখনও নিখোঁজ। অন্য জন কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে ভারতে ফিরে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, গতকাল রাতে সীমান্তে ঠিক কী হয়েছিল। পাশাপাশি নেপাল পুলিশের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে ভারতের তরফে। গতকাল রাতের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্তলাগোয়া গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী এবং সশস্ত্র সীমা বলের জওয়ানরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments