উত্তরপ্রদেশে কাসগঞ্জে পুলিশকে হত্যা মামলার মূল অভিযুক্ত মোতি সিংয়ের মৃত্যু হল এনকাউন্টারে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তলও। সিদ্ধপুরা থানারর এক কনস্টেবলকে হত্যা ও এক সাব-ইন্সপেক্টরকে গুরুতর ভাবে জখম করার অভিযোগ রয়েছে মোতি সিংয়ের বিরুদ্ধে। কাসগঞ্জ ঘটনার পরেই পলাতক ছিল মোতি সিং। বেশ কয়েকদিন ধরেই তার সন্ধানে ছিল উত্তর প্রদেশ পুলিশ।
উত্তরপ্রদেশের কাসগঞ্জে বেআইনি মদের ঠেক বন্ধ করতে গেলে পুলিশের উপর হামলা হয়। সেই হামলায় মৃত্যু হয় কনস্টেবল দেবেন্দ্র। গুরুতর জখম হন সাব ইনস্পেক্টর অশোক কুমার। অভিযোগ,ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় ওই পুলিশকর্মীকে। তার পর থেকে গা ঢাকা দিয়ে ছিল দুষ্কৃতীরা। এর পরেই দুষ্কৃতীদের সন্ধানে বিরাট এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়। মামলায় মূল অভিযুক্ত পলাতক মোতি সিংয়ের সন্ধানের জন্য ১ লাখ টাকা পুরস্কার মূল্য রাখা হয়।গোপন সূত্রে মতি সিংহের হদিশ পায় পুলিশ। কিন্তু পুলিশ কর্মীদের দেখা মাত্রই সে গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালালে সেখানেই আহত হয় মোতি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।