উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যা, দক্ষিণবঙ্গে কবে মিলবে বৃষ্টির দেখা?
উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে,বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং এলাকায়। গত ২৪ ঘণ্টায় এই এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং আগামী ২-৩ দিন ধরে এ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পংয়ে ফের একবার কমলা সতর্কতা জারি করা হয়েছে, যেখানে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির অপেক্ষা চলছে। যদিও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে, তাতে গরম কমেনি। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজকের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।কলকাতা, হাওড়া,হুগলি সহদক্ষিণবঙ্গের বাকি ১১জেলায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার হতে পারে।
কলকাতায় আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে এবংকিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।