উদযাপনের সন্ধে, আর সেই খানেই ক্যামেরাবন্দি হল এক মুহূর্ত। তারকাখচিত ফ্রেমে নজর কাড়ল দুই অভিনেত্রীর সমীকরণ। মিমিকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী। হ্যাঁ, টলিপাড়ার অন্দরে এই দুই অভিনেত্রীর সম্পর্কের সমীকরণ নিয়ে চৰ্চার অন্ত নেই। যদিও তার কারণও অজানা নয়। এক সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেম, তারপর বিচ্ছেদ এবং শেষে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজের বিয়েকে ঘিরে কম চৰ্চা হয়নি একসময়। তবে দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক যে কিছুটা সহজ হয়েছে, সম্প্রতি তারই ইঙ্গিত মিলল বছর সায়াহ্নে। যদিও তাঁদের সম্পর্ক যে অনেকটাই স্বাভাবিক হয়েছে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। মিমির জন্য বিশেষ উপহার পাঠিয়েছিলেন শুভশ্রী। আর এক দিন বাদেই মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবিটি। যেখানে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অনসূয়া মজুমদার, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অহনা দত্তকে। ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের পর ছবির প্রযোজক মহেন্দ্র সোনি তাই বড় একটা পার্টির আয়োজন করেছিলেন। সম্ভবত সেই পার্টিতেই একসঙ্গে ধরা দিলেন দুই টলি অভিনেত্রী।