‘উদ্বোধক হিসেবে সিএম-এর নাম পালটে এমপি। সুপারস্টার একেই বলে…’ টুইটে দেবকে বিঁধলেন কুণাল। আসলে চলতি বছর মার্চ মাসে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৪ সেপ্টেম্বর ঘাটালের সেই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করলেন দেব! আর এই বিষয়টিকে ঘিরেই কটাক্ষ করলেন কুণাল ঘোষ। টুইট করে লিখলেন, ‘ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, 12 মার্চ, ভারচুয়ালি। স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার 4/9 ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম-এর নাম পালটে এমপি। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক! শুভেচ্ছা দেব।’