উস্তাদ জাকির হুসেনের মৃত্যুর খবর পর শোকস্তব্ধ হয়ে রয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগৎ। এর রেশ কাটার আগেই আরও এক নক্ষত্রপতন। চলে গেলেন জনপ্রিয় শিল্পী পণ্ডিত সঞ্জয় রাম মারাঠে। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তড়িঘড়ি ভর্তি করানো হয় মুম্বইয়ের থানের একটি বেসরকারি হাসপাতালে। তবে শেষরক্ষা হল না। হাসপাতালের শয্যাতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮।