More
    HomeUncategorizedউৎসবে মানুষ কে কীভাবে ফিরবেন, সেটা প্রশাসন বলে দিতে পারে না' :...

    উৎসবে মানুষ কে কীভাবে ফিরবেন, সেটা প্রশাসন বলে দিতে পারে না’ : ঋত্বিক

    এমনিতেই স্পষ্টবক্তা তিনি। শিক্ষাদুর্নীতি থেকে শুরু করে আরজি কর কাণ্ড, বরাবরই গাফিলতি নিয়ে রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। উপরন্তু এই অস্থির পরিস্থিতির মধ্যেই ‘এক মাস হয়ে গেল, এ বার পুজোয় ফিরুন’- আর্জি জানিয়ে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডের আবহে মাননীয়ার এমন মন্তব্যের সঙ্গে একেবারেই সহমত পোষণ করেননি সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার তারকাদের একাংশ। এই প্রসঙ্গে ঋত্বিকের কী মতামত? প্রশ্ন করতেই তিনি খুব সহজভাবেই জানান, ‘উৎসবে মানুষ কে কীভাবে ফিরবেন, সেটা প্রশাসন বলে দিতে পারে না। আর কেউ কিছু বললে, সেটা নিয়ে মতও দিতে হবে, এমনও কোনও বিষয় নেই। আমি বা অন্যকেউ পুজোয় আনন্দ করব কি করব না, সেটা সম্পূর্ণ আমার এবং তার বিষয়। সেটা কেউ শিখিয়ে দিতে পারে না।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments