মেট্রোর পাইপ লাইনের কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় শুট সেরে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী ঊর্মিলা কোথারে। দুই মেট্রো কর্মীকে ধাক্কা দেয় অভিনেত্রীর গাড়ি। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন এক কর্মী এবং গুরুতর আহত হন অপর জন। মর্মান্তিক ঘটনাটি ঘটে গত শনিবার রাতে মুম্বইয়ের কান্দিভালির পয়সার মেট্রো স্টেশনে। অভিনেত্রী উর্মিলা শুটিং সেরে বাড়ি ফিরছিলেন সেই সময়। গাড়ির গতি দ্রুত থাকায়, চালক নিয়ন্ত্রণ হারায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম স্মৃতিদাস জিতেন্দ্রদাস। গোরেগাঁও পশ্চিমের বাসিন্দা। অপর জন মৃত্যুর সঙ্গে লড়ছেন কুরারের একটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মামলা দায়ের করেছে চালকের বিরুদ্ধে।