‘এই আগুন না কমলে কী হবে আমার সন্তানদের ও বাড়ির বয়স্কদের’! লস অ্যাঞ্জেলেসকে যে এমন রূপে কখনও দেখবেন, তা হয়তো কল্পনাও করেননি প্রীতি জিন্টা। একটুর জন্যে নরক থেকে বেঁচে ফিরেছেন অভিনেত্রী। চোখের সামনে একের পর এক বাড়ি পুড়ছে। মানুষকে বাড়ি থেকে বার করে আনতে হচ্ছে। আকাশ ঢাকা ধূসর কালো ছায়ায়! সমাজমাধ্যমে লিখলেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। অভিনেত্রী জানালেন এখন নিরাপদে আছেন তিনি।