এই বছরই ধোনির লাস্ট আইপিএল ম্যাচ কি না তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। গত রবিবার কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ভারতবর ধোনির অবসরের আশঙ্কা আরো বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ধোনির ভবিষ্যত সিদ্ধান্ত নিয়ে মুখ খুলল সিএসকে। একটি ভিডিওতে চেন্নাইয়ের জার্সি পরি ধোনির ভবিষ্যতের খবর জানালেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।
সিএসকে তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। আর সেখানেই বিশ্বনাথে বলেন তার বিশ্বাস আছে যে ধনী পরের মৌসুমেও সিএসকের হয়েই মাঠে নামবেন। এবং সমর্থকরা যেভাবে এতদিন ভালোবাসা দিয়েছেন আগামী দিনেও তাই প্রত্যাশিত তাদের থেকে।
এই বার্তা থেকে স্পষ্ট যে আগামী মৌসুমেও ধোনি হলুদ জার্সিতেই খেলুক এমনটাই চান সিইও বিশ্বনাথ। কিন্তু ধোনি কতদিন খেলবেন সেটি তার সিদ্ধান্ত মাত্র। এবারের আইপিএলের মাঝেই তিনি বলেন যে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন তিনি। তবে কদিন খেলবেন সে বিষয়ে কষ্টভাবে কিছুই জানাননি সিএসকে অধিনায়ক।