বয়স মাত্র ৩ বছর ৮ মাস ১৮ দিন। এই বয়সে ঠিকমতো হাঁটতে-কথা বলতেই শেখে না অনেকে, দাবা বোর্ডে হাতই যায় না, সেখানে এই বয়সেই দাবায় বিশ্বরেকর্ড গড়ল কলকাতার নিউটাউনের অনীশ সরকার। যা বিস্ময় বাড়িয়েছে শুধু! খুদে অনীশ এরমধ্যেই দাবা বোর্ডে ১৫৫৫ ফিডে এলো রেটিং পেয়েছে। রাজ্যের অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায় রেটিং থাকা দুই দাবাড়ুকে হারিয়ে দিয়ে নয়া বিশ্ব রেকর্ড গড়েছে অনীশ। ভেঙে দিয়েছে ভারতেরই তেজস তিওয়ারির রেকর্ড। মাত্র ছ’মাস আগে দাবা খেলার শুরু। বর্তমানে দিব্যেন্দু বড়ুয়ার চেস অ্যাকাডেমির সদস্য। এর আগে এমনই চমক দেখিয়েছিল মিত্রাভ গুহ। সে অবশ্য দাবা খেলা শুরু করেছিল সাড়ে চার বছর বয়সে।