More
    Homeবিনোদনএই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ

    এই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ

    এই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ। ‘চুমু কাণ্ড’-এর পর থেকেই সংবাদমাধ্যমে ছেয়ে গিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির কিছু মানুষ মানুষ তাঁর হয়ে গলা ফাটালেও একাংশের কাছে হাসির পাত্রই হয়ে উঠেছেন বর্ষীয়ান গায়ক। এ বার ঠাট্টা করতে ছাড়লেন না ইন্ডাস্ট্রির অতিপরিচিত মুখ ফারহা খান। ‘আমার সঙ্গে উদিতজির মতো করো’, কার কাছে ‘চুমু’র আবদার করে বসলেন জনপ্রিয় বলিউড পরিচালক তথা ডান্স কোরিওগ্রাফার?

     

    ফারহা এমন মশকরা করেছেন বন্ধু সানিয়া মির্জার ছেলের সঙ্গে। সম্প্রতি ছেলেকে নিয়ে ফারহার বাড়িতে গিয়েছিলেন টেনিস-সুন্দরী। আর সেখানেই এমন কাণ্ড ঘটিয়ে বসেন তিনি। মধ্যাহ্নভোজের পর সানিয়া-পুত্র ইজানের সঙ্গে খোশমেজাজে ধরা দিলেন ফারহা। খেলার ছলেই খুদের বল কেড়ে নিয়ে তার কাছে চুমুর আবদার করে বসলেন তিনি। তখনই পরিচালককে বলতে শোনা যায়, “আমার সঙ্গে উদিতজির মতো করো… আমাকে একটা চুমু খাও।”

     

    ফারহার পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে নেটপাড়ায় হাসির রোল। প্রথমে ফারহাকে দেখা যায় বল হাতে নিয়ে খুদের দিকে তাকিয়ে বলেছেন, “বল দেব, তবে তার আগে আমাকে একটা চুমু দিতে হবে।” সেই সঙ্গে সানিয়া যোগ করেন, “আর একটা আলিঙ্গনও।” আর তার পরেই সেই ভাইরাল মন্তব্য! ফারহা বলে ওঠেন, “অনেক হয়েছে। চলো উদিতজির মতো কর আমার সঙ্গে।” ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ঝড়ের মতো ভাইরাল হয়েছে সেটি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments