এই মুহূর্তে সমাজমাধ্যম তোলপাড় রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়নাকে। ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ নামে এক অনুষ্ঠানে রণবীরের মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। যার রেশ এখনও কাটেনি বলা চলে। এ বার জনপ্রিয় অভিনেতা শেখর সুমনের কটাক্ষের মুখে পড়লেন দুই নেটপ্রভাবী। অভিনেতার কথা অনুযায়ী, রণবীরদের জন্যই গোটা দেশ দিন দিন অসুস্থ হয়ে পড়ছে এবং তাঁদের দ্রুত শাস্তির দাবিও করেছেন তিনি।
বিতর্কিত ওই অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?”
এই প্রসঙ্গে শেখর বলেন, “এ কেমন প্রজন্ম, যেখানে বাবা-মাকে নিয়ে খারাপ কথা বলা হচ্ছে! এই ধরনের লোকজনকে দেশ থেকে বার করে দেওয়া উচিত। কখনওই ওদের দেশে ফেরানো উচিত নয়। ব্যঙ্গ করার নামে ওরা অসভ্যতা করছে। ইউটিউবে বাক্স্বাধীনতার কথা বলার মানে অপশব্দ ও খারাপ কথায় ভরিয়ে দেওয়া হতে পারে না। এমন কথা বলা হচ্ছে, যে কেউ শুনে অসুস্থ বোধ করবে। আমি চাইব, এদের অনুষ্ঠান পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হোক। এদের অনেক দূরে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া উচিত।”