এই যে দ্রুত রান তোলার তাড়না, বাংলাদেশের হারানো সবটার জন্য একটাই লক্ষ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করা। সেই লক্ষ্যে সফল রোহিত বাহিনী। সহজ হল ফাইনালের রাস্তা। পয়েন্ট টেবল অনুসারে ভারত শীর্ষে থাকলেও ফাইনালের স্থান এখনই নিশ্চিত নয়। কারণ, বাকি আছে ভারতের আরও ৮ টেস্ট। অঙ্ক বলছে, যারমধ্যে ভারতকে অন্তত ৩টি ম্যাচ জিততে হবে। ১টা ম্যাচ ড্র করতে হবে। ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, পয়েন্ট সংখ্যা ৭৪.২৪। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচ খেলে অজিদের পয়েন্ট সংখ্যা ৯০। ঘরের মাঠে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ তে যদি হারাতে পারে রোহিতরা, তাহলে অবশ্য অস্ট্রেলিয়া সফরের আগেই প্রায় নিশ্চিত করে ফেলবে ভারত ফাইনাল।