ভুটানে ইতিহাস। এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে পৌঁছে শনিবার দুপুর ১২-১২.৩০ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন লাল হলুদ ফুটবলাররা। এরপর সরাসরি দল আসবে ইস্টবেঙ্গল তাঁবুতে। প্রথাগত রীতি মেনে ক্লাব তাঁবুতে উঠবে ক্লাব পতাকা। ক্লাবের নতুন কোচ অস্কার ব্রুজো খুশি পরপর ২ জয়ে। স্প্যানিশ কোচ ব্রুজো বলেন, ‘আমরা এই লক্ষ্য নিয়েই ভুটানে এসেছিলাম। যাতে এশীয় স্তরের এই টুর্নামেন্টের পরবর্তী স্তরে পৌঁছতে পারি। দেশের লিগে (আইএসএল) আমরা ভাল অবস্থায় নেই। তাই এই সাফল্য আমাদের ঘরোয়া লিগে ভাল খেলার প্রেরণা জোগাবে। এই স্তরের ফুটবলে সফল হতে গেলে যে রকম পারফরম্যান্স দিতে হয়, আমাদের ছেলেরা সে রকমই খেলেছে। সমস্ত সমর্থক ও ক্লাব কর্তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুশি’।