Tuesday, May 30, 2023
HomeUncategorizedএই স্টুডিওতেই আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী তুনিশা শর্মা, পুড়ে ছাই প্রভাত স্টুডিও 

এই স্টুডিওতেই আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী তুনিশা শর্মা, পুড়ে ছাই প্রভাত স্টুডিও 

 

কিছুদিন আগেই অভিনেত্রী তনিশা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল মহারাষ্ট্রের পালঘর জেলায় ভজনলাল স্টুডিও থেকে। আর সেই ঘটনার পরেই আগুন লেগে যায় সেই স্টুডিওয়। সম্প্রতি ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা স্টুডিও। দমকলের সূত্র ধরে খবর পাওয়া গিয়েছে শুক্রবার মধ্যরাতে সেই স্টুডিওয় আগুনে সুপ্রভাত হয়েছে। শনিবার ভোর চারটে নাগাতে পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দমকল অধিকার।

 

এই ভজন লাল স্টুডিওতে হিন্দি ধারাবাহিক আলিবাবা দাস্তানি কাবুল ধারাবাহিকের শুটিং হতো। ২০২২ সালে ২৪শে ডিসেম্বর মাত্র ২১ বছর বয়সে আত্মহত্যা করেন অভিনেত্রী তুনিশা শর্মা। তার মৃত্যুর পরেই অভিনেত্রীর মা কাঠগড়ায় দাঁড় করায় তার প্রেমিক শিজান খানকে। সেটের মেকআপ রুম থেকে তুনিশাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যান তার প্রেমিক হাসপাতালেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

 

অভিনেত্রী মৃত্যুর পরের দিনকে ই তার সহ শিল্পী ও প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই সিজান ও তুমি স্যার দুই বাড়ির মধ্যে অনেক ঝামেলা হয় ৫ই মার্চ জামিন পেয়ে সিজন এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। আদালতের তরফ থেকেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments