‘উৎসব মাসে মানুষকে বাঁধা, এটা নয় যে আমিও কিছু করব না, তুমিও কিছু করবে না…’ মাননীয়া মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফেরার’ আর্জি নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে রাজ্যরাজনীতিতে। আরজি কর কাণ্ডের আবহে দাঁড়িয়ে পুজোয় ফিরলেও ‘উৎসবে’ ফিরতে নারাজ একাধিক মানুষই। সেখানে দাঁড়িয়ে খুব সহজভাবেই দেব বললেন, ‘উৎসবের সঙ্গে প্রতিবাদের কোনও সম্পর্ক নেই। উৎসব মানুষকে এক করে। সেটা কাউকে প্রতিবাদ করা থেকে আটকাচ্ছে না।’ বলাবাহুল্য, প্রতিবাদের মধ্যেই ছবির প্রচারকে কেন্দ্র করে কটাক্ষের মুখে পড়েছেন বহু অভিনেতা-অভিনেত্রীরা। দেবের মতে, ‘যেটা অন্যদের কাছে বিনোদন, সেটা আমাদের রোজগার। এটা শুধু তোমার- আমার উৎসব নয়। যে রিক্সা চালায় তাঁরও উৎসব। যাঁর ছোট দোকান রয়েছে তাঁরও উৎসব। আমাদের কাছে উৎসবটা ৫ দিনের হলেও তাঁদের কাছে ৫ মাসের খরচা তোলার সময়। আমরা সরকার বিরোধী হতেই পারি। কিন্ত বাংলার মানুষের বিরোধী তো হতে পারব না। বিচার পাওয়ার জন্য সমাজের গরীব মানুষের বিচার দিলাম না, সেটা কীভাবে করব? এই ১৭ বছর বাংলার মানুষ আমাকে দেব বানিয়েছে, কোনও সরকার বানায়নি।’ দেব জানান, ‘আমাদের বিশ্বাস করতে হবে এটা আমাদের একার নয়, বাংলার প্রত্যেকটা মানুষের লড়াই। এরপর থেকে যেন কোনও মেয়েকে তিলোত্তমা বা অপরাজিতা বলে না ডাকতে হয়।’