ইরানে যুদ্ধ পরিস্থিতিতে ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যায়নি মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে যায়নি বলে টুর্নামেন্ট থেকেই বাতিল করে দেওয়া হয়েছে মোহনবাগানকে। এরপরও শাস্তির খাঁড়া ঝুলছিল। তবে আর্থিক জরিমানা হচ্ছে না শতাব্দীপ্রাচীন এই ক্লাবের। ম্যাচ খেলতে না যাওয়ার কারণ দেখিয়ে এএফসির কাছে আবেদন করেছিল মোহনবাগান। এএফসি পরিস্থিতি বিচার করে জানিয়ে দিয়েছে, আর্থিক জরিমানা করা হবে না। পরিস্থিতি অনুকূল না থাকায় ৫.৭ ধারা অনুযায়ী তাদের আর্থিক জরিমানা হবে না। তবে ম্যাচ করার কোনও সুযোগ আর নেই।৫.৬ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে জানানো হয়েছে এএফসির পক্ষ থেকে।