আইএসএলে স্বপ্নভঙ্গ। এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযানেও কি আবার স্বপ্নভঙ্গ হবে! এএফসিতেও যে শুরুতেই হার! ঘরের মাঠে দলের দৈন্যদশা দেখে ধৈর্যের বাঁধ ভাঙে সমর্থকদের। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে ক্ষোভ ফেটে পড়েন তারা। শীর্ষকর্তাদের গণইস্তফার দাবি তোলেন তারা। সমর্থকদের শান্ত করেন গায়ক মনোময় ভট্টাচার্য। ঘরের মাঠে লাল-হলুদ বাহিনীকে ১-০-য় হারায় তুর্কমেনিস্তানের এক নম্বর দল এফকে আর্কাদাগ। ম্যাচের ১০ মিনিটে একমাত্র গোলটা করেন গুরবানোভ। ঘরের মাঠে হারায় অ্যাওয়ে ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে। ফলে কঠিন থেকে কঠিনতর হল গাঁট পেরোনো। মাঠের বাইরের শুধু নয়, খেলার মাঝেও দু’দলের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে সেটা হাতাহাতি এবং ধাক্কাধাক্কির পর্যায়েও চলে গিয়েছিল। মেসি বাউলি বিপক্ষের এক ফুটবলারকে ফাউল করেছিলেন। এরপরই মাথাগরমের শুরু। ম্যাচ হারার পর দর্শকদের ক্ষোভ দেখে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘সমর্থকদের মধ্যে তো আমিও পড়ি। আমিও সমর্থক। আমারও কান্না পাচ্ছে। কী করা যাবে?’