চলতি মাসেই বড় পর্দায় ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’। আর এক মাস আগেই ইতিহাস পরিবর্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ‘স্টার থিয়েটার’-এর নাম বদলে ‘বিনোদিনী থিয়েটার’। সবটাই কি নিছক কাকতালীয়? এর আগে ছবির প্রচারে এসে রুক্মিণী মৈত্র নিজেই খোলসা করেছিলেন পুরো বিষয়টা। সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চে এসে দেব বলেন, “এই থিয়েটারের নামবদল নিয়ে বহুদিন ধরে আমার কাছে আবদার করছিল রুক্মিণী এবং রাম (ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়)। আমি স্পষ্ট জানিয়েছিলাম আমি পারব না। কেবল মুখ্যমন্ত্রী কেন, অন্য কারও কাছেই আমি আবদার রাখতে পারব না। কারণ আমি আমার পলিটিক্যাল ক্ষমতার অপব্যবহার করতে চাইনি। আমি প্রচুর বকতামও। কিন্তু এটা রাম এবং রুক্মিণী, দু’জনেরই স্বপ্ন ছিল। আজকে যে নতুনভাবে স্টার থিয়েটারের নামকরণ হয়েছে, তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাব দিদিকে। কারণ বিনোদিনীর মতো একজন নারীর অবদান, তাঁর লড়াইটা বুঝতে পেরেছেন তিনি। এটা দরকার ছিল। একজন এমপি হিসেবে নয়, পুরো বাংলা সিনেমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রুক্মিণীকেও। ওর লড়াইটা অনেক বেশি।”