এখন অভিনেত্রী সংসদ মিমি চক্রবর্তী নেট দুনিয়ায় প্রবল কটাক্ষের মুখে পড়েছেন। মিনি বৃহস্পতিবার দিন সকালে একটি স্পোর্টস ওয়ার এর বিজ্ঞাপন দেন। সেই কোম্পানির একটি অ্যাপ ও রয়েছে।
আর সেই অ্যাপ থেকেই বেটিং হয় বলে তীব্র বিরোধিতা করেছেন নেটিজেনরা তার বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে নেট দুনিয়ায় তিনি একজন সংসদে কেন বেটিংয়ের বা জুয়ার অ্যাডভারটাইস দিচ্ছেন?
যদি অভিনেত্রী মিনিকে এর আগেও এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ট্রলের মুখে পড়তে হয়েছিল। কেউ কেউ লিখেছেন সংসদ হয়ে এইরকম এডভার্টাইজ দেয়ার জন্য তার লজ্জা হওয়া উচিত। আবার কেউ লিখেছেন কেন আপনি এই বেটিং ওয়েবসাইট প্রমোট করছেন