More
    Homeঅনান্যএকটানা ভারী বৃষ্টিপাত, এক হাঁটু জলের তলায় পাকা ধান, সর্বস্বান্ত চাষীরা।

    একটানা ভারী বৃষ্টিপাত, এক হাঁটু জলের তলায় পাকা ধান, সর্বস্বান্ত চাষীরা।

    Today Kolkata:- নদিয়া জেলা কৃষি প্রধান জেলা। নদীয়ার করিমপুর, তেহটটো, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপরা থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদহ সহ একাধিক বিস্তীর্ণ গ্রাম এলাকায় হাজার হাজার বিঘা ধান চাষ হয়। মূলত এই সময় চাষিরা বোরো ধান কেটে জমি থেকে বাড়িতে নিয়ে আসে। প্রচুর টাকা খরচ করে তারা ধান চাষ করে। কিন্তু দুদিন ধরে টানা বৃষ্টির জেরে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চাষীদের। সঙ্গে ঝড় হওয়ার কারণে জমিতেই পড়ে গেছে ধান গাছ। যার কারণে একহাঁটু জলের নিচে ডুবে আছে ধান। চাষিরা বলেন দীর্ঘক্ষন জলের তলায় ধান ডুবে থাকলে সেই ধানে কল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যার কারণে ইতিমধ্যেই কল হতে শুরু করেছে ধানে। পাশাপাশি জলের তলায় পড়ে থাকলে যে বিচুলি দিয়ে সারা বছর গরুর খাবারের যোগান থাকে, সেই বিচুলি নষ্ট হয়ে যায়। একটানা ভারী,একটানা ভারী

    অন্যদিকে এই সময় জন শ্রমিকের অভাব দেখা যায়। মজুরি বেশি দিও শ্রমিক পাওয়া যায় না। যার কারণে ইচ্ছা থাকলেও তড়িঘড়ি ধান কেটে বাড়িতে নিয়ে আসতে পারে না চাষিরা। চাষীদের দাবি যে পরিমান জল জমে জমে আছে কোনভাবেই সেই ধান আর তারা বাড়িতে তুলে আনতে পারবে না। যদিও শ্রমিকের সংখ্যা বেশি নিয়ে কোনরকম ধান কেটে বাড়িতে নিয়ে আসে তাহলে বিচুলি হবে না। পাশাপাশি যে অর্থ খরচ করে ধান চাষ করা হয় সেই অর্থ উঠে আসবে না। সেই কারণে আগামী দিনে কিভাবে সংসার চালাবে তা নিয়ে চিন্তায় পড়েছে নদীয়ার ধান চাষীদের।

    একটানা ভারী বৃষ্টিপাত, এক হাঁটু জলের তলায় পাকা ধান, সর্বস্বান্ত চাষীরা।

    MORE NEWS – বালুরঘাট শহরে স্কুলপড়ুয়া দের সাথে জেলাশাসক ও পুলিশ সুপার, সবুজ সাথী সাইকেল রেলি।

    বালুরঘাট, বিদ্যুৎ কুমার মাহাত:- রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জেলা প্রশাসন বাংলার উন্নয়নের 11 বছর পালন করছে। অনুষ্ঠানের অংশ হিসেবে আজ বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে একটি সবুজ সাথী সাইকেল রালি আয়োজন করা হয়। এই সাইকেল রেলি বালুরঘাট স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়। বালুরঘাট শহরের বিভিন্ন এলাকা ঘুরে বালুরঘাট হাইস্কুলে শেষ হবে। এদিন এই সাইকেল রালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments