Tuesday, May 30, 2023
HomeUncategorized'একটা জলের বোতলও ছিল না?' ট্রোল্ড আলিয়া ইভেন্টে খালি ব্যাগ নিয়ে, উল্টে...

‘একটা জলের বোতলও ছিল না?’ ট্রোল্ড আলিয়া ইভেন্টে খালি ব্যাগ নিয়ে, উল্টে জবাব দিয়ে দিলেন

 

 

আলিয়া ভাট লাক্সারি ব্র্যান্ড গুচির ব্র্যান্ড অ্যাম্বাসেরর হয়েছেন। এই সংস্থা এই প্রথমবার ভারতীয় কোন তারকাকে অ্যাম্বাসেডর করল। সম্প্রতি ২০২৪ সালের গুচি ক্রুশের ফ্যাশন শো সম্পন্ন হয়েছে। সেখানেই হাজির ছিলেন আলিয়া মঙ্গলবার।

 

অভিনেত্রী আলিয়ার পরোনে ছিল ডট কাট আউট এবং সিলভার লাইনিং এর ড্রেস।স্বচ্ছ ব্যাগ সঙ্গে নিয়েছিলেন। এই ছবিতে দেখা যাচ্ছে যে স্বচ্ছ ব্যাগটি পুরোপুরি ফাঁকা। আলিয়াকে দেখে নেট দুনিয়া ট্রোল করতে শুরু করে দিলেন।

 

যদিও আলিয়া চুপ থাকার পাত্রী একদমই নন। অভিনেত্রী বুধবার বিকেলে ছবি কয়েকটি ছবি শেয়ার করে লিখেন ব্যাগটি ফাঁকাই ছিল। কমেন্ট সেকশনে মেয়ে যোগ্য জবাব দেয়ার জন্য মা সোনি রাজদানও যোগাযোগ বাহবা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments